|
ফলো করুন |
|
|---|---|
অনুশীলনে চোট পাওয়ায় খেলতে পারেননি জাসপ্রিত বুমরা। হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ছিলেন বিশ্রামে। কিন্তু তাদের অভাব অনুভূতই হতে দেননি দীপক চাহার (২/২৪) ও আর্শদীপ সিং (৩/৩২)। তাদের যুগল তাণ্ডবে মাত্র নয় রানে পাঁচ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত আট উইকেটে ১০৬ রান করতে পারে। জবাবে সূর্যকুমার যাদব (৩৩ বলে ৫০*) ও লোকেশ রাহুলের (৫৬ বলে ৫১*) ফিফটিতে আট উইকেটের অনায়াস জয়ে তিন ম্যাচের টি ২০ সিরিজে এগিয়ে গেল ভারত।
কাল তিরুবনন্তপুরামে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কেশব মহারাজ।
