সবার আগে ভুটান
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ই-গ্রুপের স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ৫ অক্টোবর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ই-গ্রুপের খেলা।
টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় এসেছে ভুটান দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আবাসিক ক্যাম্প ও অনুশীলন করছে তারা। টুর্নামেন্টের তিন দিন আগে
থেকে অতিথি দলগুলোকে আপ্যায়ন করবে স্বাগতিক দেশ।
ভুটান নির্ধারিত সময়ের অনেক আগে আসায় যাবতীয় খরচ বহন করছে নিজেরাই। ৫ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ৭ ও ৯ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ভুটান এবং ইয়েমেনের বিপক্ষে। স্বাগতিক দলের তিনটি ম্যাচই সন্ধ্যা ৭টায়। এবারের এএফসি অনূর্ধ্ব ১৭ বাছাই ১০ টি গ্রুপে অনুষ্ঠিত হবে। দশ গ্রুপে চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে।
সবার আগে ভুটান
ক্রীড়া প্রতিবেদক
০১ অক্টোবর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ই-গ্রুপের স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ৫ অক্টোবর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ই-গ্রুপের খেলা।
টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় এসেছে ভুটান দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আবাসিক ক্যাম্প ও অনুশীলন করছে তারা। টুর্নামেন্টের তিন দিন আগে
থেকে অতিথি দলগুলোকে আপ্যায়ন করবে স্বাগতিক দেশ।
ভুটান নির্ধারিত সময়ের অনেক আগে আসায় যাবতীয় খরচ বহন করছে নিজেরাই। ৫ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ৭ ও ৯ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ভুটান এবং ইয়েমেনের বিপক্ষে। স্বাগতিক দলের তিনটি ম্যাচই সন্ধ্যা ৭টায়। এবারের এএফসি অনূর্ধ্ব ১৭ বাছাই ১০ টি গ্রুপে অনুষ্ঠিত হবে। দশ গ্রুপে চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023