মোহামেডানের সাবেক ফুটবলার আলী নওয়াজ আর নেই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ষাটের দশকের শেষের দিকে এক মৌসুম ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন সেসময়ের তুখোড় স্ট্রাইকার আলী নওয়াজ। এই সাবেক পাকিস্তানি স্ট্রাইকার মস্তিষ্কে রক্তক্ষরণে গত শুক্রবার করাচিতে মারা গেছেন। ঢাকা মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা স্মৃতিচারণ করে বলেন, ‘নওয়াজ ছিলেন দুর্দান্ত ড্রিবলার। প্রতিটি ম্যাচেই গোল করতেন। খুব সম্ভবত ১৯৬৯ অথবা ১৯৭০-এ এক মৌসুম তিনি মোহামেডানে খেলেছেন। উচ্চতা ছিল মাত্র পাঁচ ফুট দুই ইঞ্চি। ক্ষিপ্রতায় হার মানাতেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের।’
১৯৬৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা আলী নওয়াজ পাঁচ বছর আবুধাবির এমিরেটস এফসির হয়ে খেলেছেন। পরে ফুটবল কোচিংকে পেশা হিসাবে বেছে নেন। গোল করার সহজাত প্রতিভার জন্য তিনি সম্মানিত হয়েছেন বহুবার।
