ডরিয়েলটনের ডাবল বসুন্ধরার ১৪ গোল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌসুমের প্রথম টুর্নামেন্ট। স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই কিনা ফকিরেরপুল ইয়ংমেন্সকে গোলবন্যায় ভাসাল অন্যতম শিরোপাপ্রত্যাশী দল বসুন্ধরা কিংস। সোমবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে মতিঝিলপাড়ার ক্লাবটিকে বিধ্বস্ত করার অন্যতম কারিগর দুই ব্রাজিলিয়ান। ডরিয়েলটন গোমেজ করেন ডাবল হ্যাটট্রিক এবং রবসন দ্য সিলভা রবিনহো হ্যাটট্রিক করেন। দুই ব্রাজিলিয়ানের গোল উৎসবের সুবাদে ১৪-০ গোলে ফকিরেরপুলকে হারায় বর্তমান রানার্সআপ বসুন্ধরা কিংস। বাকি পাঁচটি গোল করেন বিপলু আহমেদ, তারিক কাজী, মিগুয়েল ফেরেইরা, ইয়াসিন আরাফাত ও মাসুক মিয়া। এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে। জয়ী দলের বাম্বা ও ডেভিড একটি করে গোল করেন। আজমপুরের হয়ে এক গোল শোধ দেন নাইম। কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলকে নিয়ে যেন ছেলেখেলায় মেতে ওঠে বসুন্ধরা। পেশাদার ফুটবল লিগ চালুর পর ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এখন বসুন্ধরা কিংসের ঝুলিতেই। এর আগে ২০১১-১২ মৌসুমের ফেডারেশন কাপে কক্স সিটিকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ২০১৫ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৯-১ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। এছাড়া স্বাধীনতা কাপের গত মৌসুমে বসুন্ধরা কিংস ৬-০ গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে। আর ২০১৬ সালে আবাহনী ৬-০ গোলে জেতে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। একই আসরে সেবার বিজেএমসি ফেনী সকারকে হারায় ৬-০ গোলের ব্যবধানে।
