মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশের নয়জন ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মেয়েদের আইপিএল। শুরু হবে ৪ মার্চ। তার আগে মুম্বাইয়ে মেগা নিলাম ১৩ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি লিগর জন্য বিশ্বের ১৫২৫ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৪০৯ জন ক্রিকেটারকে। নিলামে রয়েছেন বাংলাদেশ থেকে নয়জন ক্রিকেটার।
২৪৬ জন ভারতীয়র সঙ্গে ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়। পেস বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সালমা খাতুনকে। এছাড়া স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন মেয়েদের আইপিএলের নিলামের তালিকায়। সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি করে।
