Logo
Logo
×

খেলা

মুমিনুল হকের দলের টানা তৃতীয় জয়

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বাধীন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে ইলিয়াস সানির ফিফটির কল্যাণে দলটি নয় উইকেটে হারিয়েছে শহিদ শাহজাহান সংঘকে। টস জিতে শহিদ শাহজাহান সংঘ ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১২৩ রানে অলআউট হয়। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৭.২ ওভারে এক উইকেট খুইয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ইলিয়াস সানি ৭৫ এবং প্রান্তিক নওরোজ নাবিল ২৫ রানে অপরাজিত থাকেন। ৮৭ বলে নয়টি চার ও এক ছক্কায় সাজানো ইলিয়াস সানির ইনিংস। ওপেনার মঈনুল হাসান মঈন করেন ১৯ রান। মুমিনুল হকের দল এর আগে প্রথম ম্যাচে সিটি করপোরেশন একাদশ ও দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বিপক্ষে জয় পেয়েছিল।

মেয়েদের ফিদে রেটিং দাবা

প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের আর্থিক পৃষ্ঠপোষকতায় বেগম লায়লা আলম ২৩তম ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। খেলা শুরুর আগে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীমের সভাপতিত্বে বেগম লায়লা আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম