Logo
Logo
×

খেলা

লজ্জার হার যুবাদের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে সাত উইকেটের লজ্জার হারের শিকার হলো বাংলাদেশ যুবারা। আবুধাবিতে শনিবার ত্রিদেশীয় সিরিজের প্রথম যুব ওয়ানডেতে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে মাত্র ৫৯ বলেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। যুব ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি দ্রুততম জয়ের রেকর্ড। এরআগে ২০১৫ সালে বাংলাদেশকে ১১৬ রানে থামিয়ে ৮১ বলে জিতেছিল ভারত।

যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিু স্কোর ভারতের বিপক্ষে (৩৪)। আফগানিস্তানের বিপক্ষে এরআগে ২০১৭ সালে একবার ৭৫ রানে অলআউট হয়েছিল যুব টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্র হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আশিকুর রহমান। আফগানিস্তানের বশির আহমেদ নেন চার উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম