সেরার স্বীকৃতি পেলেন মিরাজ-ইবাদত
গত বছরের ডিসেম্বরে মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশের স্মরণীয় জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। চরম বিপর্যয়ের মধ্যে আটে নেমে ৮৩ বলে ১০০* রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মিরাজ। সেই ইনিংসটিকেই ২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। শনিবার বিভিন্ন বিভাগে ২০২২ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকইনফো। বর্ষসেরার তালিকায় আছেন বাংলাদেশের দুজন। বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পথে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ছয় উইকেট নিয়েছিলেন ইবাদত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেরার স্বীকৃতি পেলেন মিরাজ-ইবাদত
গত বছরের ডিসেম্বরে মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশের স্মরণীয় জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। চরম বিপর্যয়ের মধ্যে আটে নেমে ৮৩ বলে ১০০* রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মিরাজ। সেই ইনিংসটিকেই ২০২২ সালের সেরা ওয়ানডে ইনিংসের স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। শনিবার বিভিন্ন বিভাগে ২০২২ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকইনফো। বর্ষসেরার তালিকায় আছেন বাংলাদেশের দুজন। বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পথে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ছয় উইকেট নিয়েছিলেন ইবাদত।