জোড়া ডাবল সেঞ্চুরি
একজনের ব্যাটে রানের প্রবাহ ছিলই। সেই জোয়ার তীব্র হলো আরও। আরেকজনের ব্যাটে ছিল খরা। তিনিও এবার সিক্ত হলেন সাফল্যের ছোঁয়ায়। কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ও দুর্দান্ত জুটিতে শ্রীলংকার বোলারদের অসহায় বানিয়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল রান পাহাড়ে। ওয়েলিংটন টেস্টের প্রথমদিনে ছিল বৃষ্টির দাপট, শনিবার দ্বিতীয়দিনে দেখা গেল রানের বৃষ্টি। ওয়ানডের গতিতে রান তুলে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে চার উইকেটে ৫৮০ রানে। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে জোড়া ধাক্কায় শুরুতেই টালমাটাল শ্রীলংকা। দুই উইকেটে ২৬ রানে দ্বিতীয়দিন শেষ করা লংকানরা এখনো পিছিয়ে ৫৫৪ রানে।
কাল মাত্র ৭৫ ওভারেই ৪২৫ রান তোলে কিউইরা। ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরিকে উইলিয়ামসন রূপ দেন ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে। টানা তিন টেস্টে তিন অঙ্কের দেখা পাওয়া উইলিয়ামসন প্রথম কিউই ব্যাটার হিসাবে টেস্টে আট হাজার রানও পূর্ণ করেন। তিনি থামেন ২১৫ রানে। অন্যদিকে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিকে প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে নিকোলস অপরাজিত থাকেন ২০০ রানে। এই প্রথম নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডাবল সেঞ্চুরি করলেন একই ইনিংসে। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৩৬৩ রানের জুটি। টেস্টে যেকোনো উইকেটে কিউইদের পঞ্চম সেরা জুটি এটি। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের জুটি গড়েছিলেন উইলিয়ামসন ও নিকোলস। একাধিক ট্রিপল সেঞ্চুরি জুটি নেই নিউজিল্যান্ডের আর কোনো জুটির। এ দুজনের ব্যাটিং দাপটে দিনজুড়েই ভুগেছেন লংকান বোলাররা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জোড়া ডাবল সেঞ্চুরি
একজনের ব্যাটে রানের প্রবাহ ছিলই। সেই জোয়ার তীব্র হলো আরও। আরেকজনের ব্যাটে ছিল খরা। তিনিও এবার সিক্ত হলেন সাফল্যের ছোঁয়ায়। কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি ও দুর্দান্ত জুটিতে শ্রীলংকার বোলারদের অসহায় বানিয়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল রান পাহাড়ে। ওয়েলিংটন টেস্টের প্রথমদিনে ছিল বৃষ্টির দাপট, শনিবার দ্বিতীয়দিনে দেখা গেল রানের বৃষ্টি। ওয়ানডের গতিতে রান তুলে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে চার উইকেটে ৫৮০ রানে। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে জোড়া ধাক্কায় শুরুতেই টালমাটাল শ্রীলংকা। দুই উইকেটে ২৬ রানে দ্বিতীয়দিন শেষ করা লংকানরা এখনো পিছিয়ে ৫৫৪ রানে।
কাল মাত্র ৭৫ ওভারেই ৪২৫ রান তোলে কিউইরা। ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরিকে উইলিয়ামসন রূপ দেন ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে। টানা তিন টেস্টে তিন অঙ্কের দেখা পাওয়া উইলিয়ামসন প্রথম কিউই ব্যাটার হিসাবে টেস্টে আট হাজার রানও পূর্ণ করেন। তিনি থামেন ২১৫ রানে। অন্যদিকে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিকে প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে নিকোলস অপরাজিত থাকেন ২০০ রানে। এই প্রথম নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডাবল সেঞ্চুরি করলেন একই ইনিংসে। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৩৬৩ রানের জুটি। টেস্টে যেকোনো উইকেটে কিউইদের পঞ্চম সেরা জুটি এটি। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের জুটি গড়েছিলেন উইলিয়ামসন ও নিকোলস। একাধিক ট্রিপল সেঞ্চুরি জুটি নেই নিউজিল্যান্ডের আর কোনো জুটির। এ দুজনের ব্যাটিং দাপটে দিনজুড়েই ভুগেছেন লংকান বোলাররা।