তিন ম্যাচে তিন সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ
ক্রীড়া প্রতিবেদক
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনে তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি হয়েছে। শনিবার মিরপুরে সিটি ক্লাবের বিপক্ষে সাব্বির রহমানের (১১০*) দারুণ সেঞ্চুরিতে সাত উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে সাইফ হাসানের (১০৮) শতকে অগ্রণী ব্যাংকের বিপক্ষে শেখ জামাল জিতেছে ২০৩ রানে। ফতুল্লায় সেঞ্চুরি (১২৫) ও তিন উইকেট নিয়েও প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নকে জেতাতে পারেননি সাব্বির হোসেন। ব্রাদার্স হেরেছে ৫৮ রানে। তিন দলেরই এটা টানা দ্বিতীয় জয়।
বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল দাপুটে শুরু করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফ হাসানের অষ্টম সেঞ্চুরি (১০৮) এবং সৈকত আলী (৭৮) ও ফজলে মাহমুদের (৮০) হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ৩১৭ রান করে শেখ জামাল। জবাবে মাত্র ১১৪ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সেঞ্চুরির পর বোলিংয়েও সর্বোচ্চ তিন উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফ।
সিটি ক্লাব প্রথমে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয়। জবাবে সাব্বির রহমানের ১০৭ বলে ১১০* এবং ইরফান শুক্কুরের (৭৪) হাফ সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে ৫২ বল হাতে রেখেই জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
অন্য ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের (৮৩) হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ২৬৮ রান করে প্রাইম ব্যাংক। সাব্বির হোসেন নেন তিন উইকেট। জবাবে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন সাব্বির। ১১৮ বলে নয়টি চার ও আট ছক্কায় ১২৫ রান করেন তিনি। তবে ৪০.১ ওভারেই অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ
তিন ম্যাচে তিন সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনে তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি হয়েছে। শনিবার মিরপুরে সিটি ক্লাবের বিপক্ষে সাব্বির রহমানের (১১০*) দারুণ সেঞ্চুরিতে সাত উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে সাইফ হাসানের (১০৮) শতকে অগ্রণী ব্যাংকের বিপক্ষে শেখ জামাল জিতেছে ২০৩ রানে। ফতুল্লায় সেঞ্চুরি (১২৫) ও তিন উইকেট নিয়েও প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নকে জেতাতে পারেননি সাব্বির হোসেন। ব্রাদার্স হেরেছে ৫৮ রানে। তিন দলেরই এটা টানা দ্বিতীয় জয়।
বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল দাপুটে শুরু করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফ হাসানের অষ্টম সেঞ্চুরি (১০৮) এবং সৈকত আলী (৭৮) ও ফজলে মাহমুদের (৮০) হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ৩১৭ রান করে শেখ জামাল। জবাবে মাত্র ১১৪ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সেঞ্চুরির পর বোলিংয়েও সর্বোচ্চ তিন উইকেট নিয়ে ম্যাচসেরা সাইফ।
সিটি ক্লাব প্রথমে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয়। জবাবে সাব্বির রহমানের ১০৭ বলে ১১০* এবং ইরফান শুক্কুরের (৭৪) হাফ সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে ৫২ বল হাতে রেখেই জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
অন্য ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের (৮৩) হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ২৬৮ রান করে প্রাইম ব্যাংক। সাব্বির হোসেন নেন তিন উইকেট। জবাবে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন সাব্বির। ১১৮ বলে নয়টি চার ও আট ছক্কায় ১২৫ রান করেন তিনি। তবে ৪০.১ ওভারেই অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।