Logo
Logo
×

খেলা

জয়রথ ছুটছেই আবাহনীর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জয়শূন্য মোহামেডান। জয়রথ ছুটছেই আবাহনীর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আট উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় পেল আবাহনী। ফতুল্লায় ঢাকা লেপার্ডসের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। বিকেএসপির আরেক মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ১৮ রানে জয়ী হয় অগ্রণী ব্যাংক।

গাজী গ্রুপ মাত্র ১৫৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪১ রান রাভি তেজার। সাইফউদ্দিন ৩০ রানে নেন চার উইকেট। জবাবে নাঈমের ১০০ বলে ৭৪* রানে সহজ জয় পায় আবাহনী। অপর ম্যাচে পিনাক ঘোষের (৭৯) হাফ সেঞ্চুরিতে ঢাকা লেপার্ডস আট উইকেটে ২৪৭ রান করে। জবাবে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রূপগঞ্জ টাইগার্স। মুমিনুল হক (৭৫) ও আমানদীপ খারে (৫১*) হাফ সেঞ্চুরি করেন।

দিনের অপর ম্যাচে আজমির আহমেদ (৮৯), মার্শাল আইয়ুব (৬২) ও আজিম নাজির কাজির (৬৬) হাফ সেঞ্চুরিতে ২৯১ রানের বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। রবিউল হক নেন চার উইকেট। জবাবে সিটি ক্লাবের তৌফিক খান (৫৯), শাহরিয়ার কোমল (৫১) ও রাফসান আল মাহমুদ (৫৩) হাফ সেঞ্চুরি করেন। এর সঙ্গে আসিফ আহমেদ রাতুলের ৪৬ রানের পরও নয় উইকেটে ২৭৩ রানে আটকে যায় সিটি ক্লাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম