|
ফলো করুন |
|
|---|---|
৫০ ওভারের ম্যাচে ২০ ওভারও টিকতে পারেনি শ্রীলংকা। ওডিআইতে এর আগে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে তারা অলআউট হয়েছিল ৭৩ রানে। এবার ২৭৫ তাড়া করতে নেমে ৭৬ রানে অলআউট। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম দিবারাত্রির ওডিআইতে নিউজিল্যান্ড জয়ী হয় ১৯৮ রানে। লংকান টপঅর্ডার একাই গুঁড়িয়ে দেন হেনরি শিপলে। ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই ডান-হাতি পেসার। শ্রীলংকার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৮ অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুটি করে উইকেট নেন ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার। নিউজিল্যান্ড ইনিংসে সর্বোচ্চ ৫১ রান ফিন অ্যালেনের। রাচিন রবীন্দ্রা ৪৯ ও ড্যারিল মিচেল ৪৭। চামিকা করুনারত্নের চার উইকেট বিফলে যায়।
