আবার সিংহাসনে রশিদ খান
শীর্ষ দশে তিন আফগান বোলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক টি ২০ সিরিজ জয়ে অগ্রণী ভূমিকা ছিল বোলারদের। তার ছাপ পড়েছে বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি র্যাকিংয়ে। টি ২০ বোলারদের তালিকায় শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সিংহাসনচ্যুত করে শীর্ষে ফিরেছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আরেক স্পিনার মুজিব উর রেহমান দুই ধাপ এগিয়ে এখন আটে। পেসার ফজলহক ফারুকি ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা তৃতীয় স্থানে। অর্থাৎ, শীর্ষ দশে এখন আফগান বোলার তিনজন। পাকিস্তানের বোলারদের মধ্যে শাদার খান (১২) ও মোহাম্মদ ওয়াসিমের (২৩) উন্নতি হয়েছে।
টি ২০ ব্যাটারদের র্যাংকিংয়ে ৯২ ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের (১৭)। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাঁচ ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত (২১)। আগের মতোই ২২ নম্বরে লিটন দাস। ওয়ানডে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল (২০)।
