|
ফলো করুন |
|
|---|---|
দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস ওপেন দাবায় ১০ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৫৪তম হয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলা শেষে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাত পয়েন্ট নিয়ে ১১০তম, আয়ান রহমান ছয় পয়েন্ট নিয়ে ২৮০তম ও আসিয়া সুলতানা সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৮৪৬তম হন।
শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সিয়াম ভারতের অগ্নীবো চক্রবর্তীর সঙ্গে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার সাজিদ আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার মিরযোয়েব আজিরের কাছে, আয়ান আরসপ্রিত সিংয়ের কাছে ও আসিয়া ধ্রুব সেহগালের কাছে হেরে যান।
