Logo
Logo
×

খেলা

ফাহাদের জয় রাজীবের ড্র

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়ান কন্টিনেন্টাল দাবায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হারিয়ে দিয়েছেন কাজাখস্তানের ক্যান্ডিডেট মাস্টার স্মিরনভ মার্ককে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্তর সঙ্গে। কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এদিকে নারী বিভাগে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম চাইনিজ তাইপের ওয়েং ইউ শিনের সঙ্গে ড্র করেছেন। ওপেন বিভাগের চতুর্থ রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার রাজীব চার খেলায় তিন পয়েন্ট পেয়েছেন। তিন খেলায় দুই পয়েন্ট ফাহাদের। নোশিন দেড় পয়েন্ট পেয়েছেন চার খেলায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম