|
ফলো করুন |
|
|---|---|
ক্যারিয়ারে কোনো একক খেতাব জেতেননি। তবুও গুগলে সবচেয়ে বেশি খোঁজা হতো তাকে। সেই সাবেক রুশ টেনিস সুন্দরী আন্না কুর্নিকোভা ৪২-এ পা দিলেন আজ। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ১৯৯৯ ও ২০০২ অস্ট্রেলিয়া ওপেন এবং ১৯৯৯ ও ২০০০ ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপ জেতেন কুর্নিকোভা। নিজেদের ‘স্পাইস গার্লস অব টেনিস’ হিসাবে পরিচয় দিতেন এ দুজন। পিঠের পীড়ায় ভোগায় মাত্র ২১ বছর বয়সে অবসর নেন কুর্নিকোভা। নাগরিকত্ব বদল করে তিনি এখন যুক্তরাষ্ট্রবাসী। থাকেন ফ্লোরিডায়।
