|
ফলো করুন |
|
|---|---|
সৌদি ফুটবলে আরব বসন্ত অব্যাহত রয়েছে। সর্বশেষ মহাতারকা ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার নাম লেখালেন আল হিলালে। ৭৮ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে সৌদি ক্লাব তাকে কিনে নিয়েছে পিএসজি থেকে। দুই বছরে আল হিলালে নেইমার পাবেন রেকর্ড ২৬০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে দুই বছরে তার আয় হতে পারে ৩১৪ মিলিয়ন পাউন্ড। প্রথমবারের মতো আল হিলালের জার্সি গায়ে দেখা গেল নেইমারকে।
রিয়াদে পৌঁছে নেইমার ঘোষণা দেন, ‘আমি এখন সৌদি আরবে। আমি হিলালি।’ খবর ব্রিটিশ গণমাধ্যমের। এর আগের খবরে বলা হয়, চূড়ান্ত ঘোষণা এখনো না এলেও পিএসজি ছেড়ে নেইমারের আল হিলালে যাওয়া একরকম নিশ্চিতই হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিচ্ছেন ৩১ বছর বয়সি ব্রাজিলীয় ফরোয়ার্ড। ব্যক্তিগত সব শর্তসহ চুক্তির বিস্তারিত তথ্য কাল প্রকাশ করেছে ফুটমেরকাতো নামের একটি ফরাসি সংবাদমাধ্যম।
তারা জানিয়েছে, নেইমারকে বছরে ১৬০ মিলিয়ন ইউরো বেতন দেবে আল হিলাল। সঙ্গে লোভনীয় সব সুযোগ-সুবিধা। চুক্তিতে অন্তর্ভুক্ত শর্ত অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য নেইমারকে একটি বিমান দেবে আল হিলাল। রিয়াদে থাকার জন্য পাবেন বিলাসবহুল বাড়ি। এছাড়া বিয়ে না করেই সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনোবিয়ানকার্দিকে নিয়ে সৌদি আরবে থাকার অনুমতিও আদায় করে নিয়েছেন নেইমার। বেতনের বাইরে আল হিলালের হয়ে প্রতিটি ম্যাচ জিতলে ৮০ হাজার ইউরো করে বোনাস পাবেন নেইমার। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক প্রতিটি পোস্টের জন্য তিনি পাবেন পাঁচ লাখ ইউরো। এদিকে ব্রাজিলীয় মিডিয়ার খবর, আল হিলালে দুই বছর খেলে ২০২৬ বিশ্বকাপের আগে আবার ইউরোপে ফেরার ইচ্ছা নেইমারের।
ফুটবলে সবচেয়ে দামি পাঁচ দলবদল
নেইমার
২২২ মিলিয়ন ইউরো
বার্সেলোনা থেকে
পিএসজি ২০১৭
কিলিয়ান এমবাপ্পে
১৮০ মিলিয়ন ইউরো
মোনাকো থেকে
পিএসজি ২০১৮
মইসেস কাইসেদো
১৩৩ মিলিয়ন ইউরো
ব্রাইটন থেকে
চেলসি ২০২৩
জোয়াও ফেলিক্স
১২৬ মিলিয়ন ইউরো
বেনফিকা থেকে
আতলেতিকো ২০১৯
ডেকলান রাইস
১২২ মিলিয়ন ইউরো
ওয়েস্ট হাম থেকে
আর্সেনাল ২০২৩
