চীনে গেল বক্সিং দল
জিনাতকে ঘিরে পদকের আশা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পদক পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে চীনের হাংঝুতে গেল বক্সিং দল। ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতেছিলন বক্সার মোশাররফ হোসেন। পুরুষদের হেভিলাইটওয়েটে ব্রোঞ্জ জেতেন তিনি। এরপর কেটে গেছে ৩৭ বছর। কাবাডি ও ক্রিকেটে পদক পেলেও বক্সিংয়ে পদক পুনরুদ্ধার হয়নি। এবারের গেমসে স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ৫০ কেজি ফ্লাইটওয়েটে লড়বেন তিনি। তাকে ঘিরেই পদক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন কর্মকর্তারা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘আমরা জিনাতকে নিয়ে পদকের আশা করছি। বাকিটা তার খেলার ওপর নির্ভর করবে।’ ৫১ কেজি ফ্লাইটওয়েট বিভাগে আবু তালহা এবং ৫৭ কেজি ফেদারওয়েটে সেলিম হোসেন লড়বেন। জিনাত ও তার কোচ কলিন স্টিফেন মরগ্যান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চীনে গেছেন। দলের বাকি তিন সদস্য আবু তালহা, সেলিম হোসেন ও কোচ শফিউল আজম ঢাকা থেকে গেছেন হাংঝু। এশিয়ান গেমসে খেলতে যাওয়া বক্সারদের মঙ্গলবার আনসারের সদর দপ্তরে শুভেচ্ছা জানান বক্সিং ফেডারেশনের সভাপতি ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।