১০ জনের মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হার
বাংলাদেশ ০ : ১ মিয়ানমার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্ভগ্যজনক হার দিয়ে এশিয়ান গেমস পুরুষ ফুটবল শুরু করেছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে মিয়ামারের (১৬০) চেয়ে ৩২ ধাপ নিচে বাংলাদেশ (১৯২)। সেই মিয়ানমারের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ। এই হার দুর্ভগ্যজনক এজন্যই যে, বাংলাদেশ হেরেছে আত্মঘাতী গোলে। ম্যাচের ৬৯ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বাংলাদেশ দলের ডিফেন্ডার মুরাদ হাসান। সিনিয়র কোটায় দলের সঙ্গে যুক্ত হওয়া মুরাদের ভুলেই হারতে হয় বাংলাদেশকে।
চীনের হাংঝু শহরের ঝিয়াওশেন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার। বাংলাদেশ দলের এক খেলোয়াড়কে অবৈধভাবে ফাউল করে লাল কার্ড পান মিয়ামারের এক ডিফেন্ডার। ১০ জনের মিয়ানমারের বিপক্ষে বাকি সময়ে বাংলাদেশ গোল পরিশোধ করতে পারেনি।
এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ রয়েছে এ-গ্রুপে। গ্রুপে জামাল ভুঁইয়াদের অপর দুই প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক চীন। আগামীকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ চীন। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় সবশেষ এশিয়ান গেমস ফুটবলে গ্রুপপর্ব পেরিয়ে বাংলাদেশ শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল। এশিয়ান গেমস ফুটবলে সেটাই বাংলাদেশের সেরা সাফল্য।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ২৩ সেপ্টেম্বর। তার আগেই ফুটবল গড়িয়েছে মাঠে।