Logo
Logo
×

খেলা

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হবে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার্সড্রাফট। সরাসরি ইউটিউব চ্যানেল ও টি স্পোর্টসে ড্রাফট দেখা যাবে। এরই মধ্যে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের রেখে দিয়েছে। দেশি বাকি ক্রিকেটারদের মধ্যে সবেচেয়ে দামি খেলোয়াড় মুশফিকুর রহিম। তার দাম ৮০ লাখ টাকা। সব মিলে ২০৩ দেশি এবং ৪৪৮ বিদেশি খেলোয়াড় নিয়ে হবে এই ড্রাফট। বিপিএলের পরবর্তী আসর হবে আগামী বছর জানুয়ারিতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম