|
ফলো করুন |
|
|---|---|
শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিব-নাজমুলবিহীন বাংলাদেশের দুর্দান্ত পারফম্যান্স দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। শনিবার স্বস্তি ফিরেছে সাকিবের অবস্থার উন্নতি হওয়ায়। বিশ্বকাপে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলতে কোনো সমস্যা হবে না।
আগামীকাল গুয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে বৃষ্টি হচ্ছে। কাল ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘সাকিবের ইনজুরি গুরুতর নয়। একটু অস্বস্তি ছিল। তাই সতর্কতা হিসাবে তাকে খেলানো হয়নি। সব ঠিক থাকলে প্রথম ম্যাচে খেলতে তার কোনো সমস্যা হবে না।’ নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজুর রহমানও বিশ্রামে ছিলেন। তবে যে জায়গায় ভয় ছিল সেখানে প্রস্তুতিটা হলো দারুণ। ওপেনিং জুটির অসাধারণ ব্যাটিং দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
তামিম ইকবালকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিমকে দলে নেওয়ার পর থেকে সমালোচনা হচ্ছে। প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস জড়ো করেছেন তানজিদ। তার ৮৮ বলে ৮৪ রানের ইনিংস হয়তো বিশ্বকাপে মনোবল চাঙা রাখবে। টানা রান না পাওয়া লিটন দাস চাপে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে রান না পাওয়ায় নিজের ব্যাট ভেঙে ফেলেন তিনি। প্রস্তুতি ম্যাচে ৫৬ বলে তার ৬১ রানের ইনিংস সব চাপ পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে লিটনকে। তিনি বলেন, ‘যে কোনো ম্যাচেই রান পেলে আত্মবিশ্বাস বাড়ে। বিশ্বকাপের আগে রান পাওয়ায় সেটা কাজে দেবে।’
