|
ফলো করুন |
|
|---|---|
থিরুভানানথাপুরামে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের মধ্যে অপর প্রস্তুতি ম্যাচ বৃষ্টির বাধায় ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বৃষ্টি দরুন ২৩ ওভারে কমে আসা ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৬৬ রান তোলে। স্টিভ স্মিথ ৪২ বলে ৫৫ রান করেন চারটি চার ও তিনটি ছয়ের সহায়তায়। অ্যালেক্স ক্যারি ২৮, ক্যামেরন গ্রিন ৩৪ ও মিচেল স্টার্ক অপরাজিত ২৪ রান করেন।
জবাব দিতে নেমে নেদারল্যান্ডসের সংগ্রহ যখন ১৪.২ ওভারে ছয় উইকেটে ৮৪ রান, তখন আবার বৃষ্টি শুরু হয়। খেলা শুরু করা আর সম্ভব হয়নি। কলিন অ্যাকারম্যান ৩১ রান নিয়ে ব্যাট করছিলেন। এরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মিচেল স্টার্ক।
