Logo
Logo
×

খেলা

স্বপ্নপূরণের দিন কিংসের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেছে কিংস। সেই স্বপ্নপূরণ থেকে মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়নরা। আজ কালিঙ্গা স্টেডিয়ামে স্বাগতিক ওডিশার সঙ্গে ড্র করতে পারলেই স্বপ্নের দুয়ার খুলে যাবে তাদের সামনে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল প্লে-অফে বাংলাদেশের প্রথম ক্লাব হিসাবে খেলেছিল আবাহনী লিমিটেড। ২০১৯ সালে উত্তর কোরিয়ায় এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে তারা হোম ম্যাচে ৪-৩ গোলে জিতলেও ২-০ গোলে হেরে যায় অ্যাওয়ে ম্যাচে। এবার ইন্টার জোনাল সেমিফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের আরেক ক্লাব কিংসের সামনে। এএফসি কাপে এ পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের শীর্ষে রয়েছে কিংস। ভারতের পরাশক্তি মোহনবাগানের বিপক্ষে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছে তারা। জোনাল সেমিফাইনালে যাওয়ার পথে এবার ভারতের আরেক ক্লাব ওডিশা এফসির বিপক্ষে ম্যাচে কিংসের সমীকরণ শুধু হার এড়ানো। তাহলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবেন বিশ্বনাথ-রাকিবরা। এর আগে ঢাকায় এই দলটির বিপক্ষে কিংস জিতেছিল ৩-২ গোলে। আর এই ম্যাচ ওডিশা জিতলে তারাই যাবে নকআউটে। সমান ম্যাচে মোহনবাগানের সংগ্রহ সাত পয়েন্ট। শেষ ম্যাচে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে জিতলেও তাদের সম্ভাবনা থাকবে না। মদ-কাণ্ডের শাস্তি থেকে মুক্তির পথে থাকা গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণকেও দলের সঙ্গে নিয়ে গেছেন কিংস কোচ। তবে তাদের খেলানো হবে না বলে জানা গেছে। কাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন জয়ের ব্যাপারে আশাবাদী কণ্ঠে বলেন, ‘এটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই আক্রমণাত্মক খেলে থাকে। দুই দল একে অন্যের সম্পর্কে জানে। তাই আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। আমাদের ড্রয়ের জন্য না খেলে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে। জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।’ কোচের মতো একই সুরে কথা বলছেন কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। যিনি আগের ম্যাচ খেলতে পারেননি ইনজুরিতে। রবিনহোর কথা, ‘এই প্রথমবার আমরা সব দিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আমরা জিততে চাই ক্লাব ও সমর্থকদের জন্য।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম