Logo
Logo
×

খেলা

১৬ বছর পর উইন্ডিজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথমবার শ্বিকাপের ট্রেন মিসের পর নতুন শুরুটা স্মরণীয় সাফল্যে রাঙাল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা। আর নিজেদের মাটিতে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয় ধরা দিল ২৫ বছর পর। শনিবার বারবাডোজে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ডিএলএস পদ্ধতিতে চার উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে উইন্ডিজ। স্বপ্নের মতো অভিষেকে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন ২১ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। দারুণ বোলিংয়ে ২৯ রানে তিন উইকেট নেওয়ার পর রান তাড়ায় রোমারিও মেফার্ডের সঙ্গে ৫৬ রানের অবিচ্ছিন্ন ম্যাচ জেতানো জুটি গড়েন ফোর্ড (১৩*)। বৃষ্টির বাধায় ৪০ ওভারে নেমে আসা ম্যাচে নয় উইকেটে ২০৬ রান তোলে ইংল্যান্ড। বেন ডাকেট ৭১ ও লিয়াম লিভিংস্টোন করেন ৪৫ রান। ৪৯ রানে পাঁচ উইকেট হারানো ইংল্যান্ডকে টেনে তোলার পথে ৮৮ রানের জুটি গড়েন তারা। পরে আবার বৃষ্টিতে উইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভাবে ১৮৮। কিসি কার্টির ৫০, আলিক আথানেজের ৪৫ ও শেফার্ডের ২৮ বলে ৪১* রানের ক্যামিওতে তারা ম্যাচ জিতে যায় ১৪ বল বাকি থাকতেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম