Logo
Logo
×

খেলা

বিজয় দিবস কাবাডি শুরু

Icon

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আট দলের অংশগ্রহণে রানার বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। রোববার ঢাকা কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় পুলিশ ৫৩-২০ পয়েন্টে মৌলভীবাজারের দিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে যাত্রা শুরু করে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ফেডারেশনের সহসভাপতি ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বিজয় দিবস কাবাডিতে অংশ নেওয়া দলগুলো হলো- ক-গ্রুপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মেঘনা কাবাডি ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও গোপালগঞ্জ কাবাডি ক্লাব এবং খ-গ্রুপে বাংলাদেশ পুলিশ, ডিএমপি কাবাডি ক্লাব, বাংলাদেশ জেল ও মৌলভীবাজার কাবাডি ক্লাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম