আরামবাগ ও সাইফ কর্তাদের ময়মনসিংহের মাঠ পরিদর্শন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে প্রিমিয়ার ফুটবল লিগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজন নিয়ে মাঠ প্রস্তুতসহ অন্যান্য কাজ শুরু করা হবে। জানিয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি জানান, ইতিমধ্যে আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তাদের সভা হয়েছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ময়মনসিংহ শাখার সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল জানান, আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাব রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু করেছে। এখানে তাদের ১২টি করে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ক্লাবের কর্মকর্তারা গত সপ্তাহে মাঠ পরিদর্শন করে গেছেন।
