Logo
Logo
×

খেলা

ধোনির চেন্নাইয়ে খেলতে ভারত গেলেন মোস্তাফিজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগেরদিন চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলেছেন। নয় ওভার বল করে দুই উইকেট নিয়েছেন ৩৯ রান দিয়ে। মাংসপেশিতে টান পড়ায় স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে। আইপিএলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ভারতে গেলেন। আইপিএলে সবচেয়ে সফল দল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসে এ মৌসুমে খেলবেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার।

গত ডিসেম্বরে নিলামের নিয়মিত রাউন্ডে অবিক্রীত থাকার পর ‘এক্সিলারেটেড’ রাউন্ডে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় চেন্নাই। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মোস্তাফিজ লেখেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন, যেন নিজের সেরাটা দিতে পারি।’

এদিকে মোস্তাফিজকে নিয়ে সুখবর দিয়েছে চেন্নাই। দলের এক কর্মকর্তা এবারের আসরের শুরু থেকে মোস্তাফিজের একাদশে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শ্রীলংকার পেসার মাথিশা পাতিরানার চোটের কারণে কপাল খুলতে পারে মোস্তাফিজের। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। চেন্নাই হতে যাচ্ছে মোস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন এই পেসার। সব মিলিয়ে ছয়টি আইপিএলে ৪৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৯৩ রান দিয়ে মোস্তাফিজের উইকেট ৪৭টি, সেরা বোলিং ১৬ রানে তিন উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম