Logo
Logo
×

খেলা

সৈয়দপুরে শ্রীলংকা ফুটবল দলকে ফুলেল সংবর্ধনা

Icon

সৈয়দা রুখসানা জামান শানু, সৈয়দপুর থেকে

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে শ্রীলংকা দলকে সৈয়দপুরবাসী এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালসহ অনেকে উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসেন মুন জানান, ২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য শ্রীলংকা দল এসেছে। দলটি রংপুরে অবস্থান করবে। অতিথি ফুটবল দলকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় ভিড় করেন ক্রীড়াপ্রেমীরা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি বলেন, ‘এবারই প্রথম নীলফামারীতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আরিফ হোসেন মুনের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে স্টেডিয়ামের কাউন্টারেসহ নীলফামারীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখায়। রোববার টিকিট বিক্রির প্রথমদিন বরাদ্দের সাড়ে ১২ হাজার টিকিট এক ঘণ্টায় শেষ হয়ে যায়। সোমবার দ্বিতীয়দিনও প্রায় পাঁচ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২৮ আগস্ট পর্যন্ত টিকিট পাওয়া যাবে। টিকিটের দাম ৩৬৯ সিটের ভিআইপি গ্যালারির জন্য এক হাজার টাকা করে। সাধারণ গ্যালারির নারীদের এক হাজার সিট ও পুরুষদের ১৯ হাজার সিটের জন্য একশ’ টাকা। সংরক্ষিত মহিলা গ্যালারির টিকিট ও ভিআইপি টিকিট শেখ কামাল স্টেডিয়াম ভবন থেকে সংগ্রহ করা যাবে। আসন সংখ্যার চেয়ে ফুটবলপ্রেমী দর্শক বেশি হওয়ায় অনেকেই স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম