Logo
Logo
×

উপসম্পাদকীয়

সাহসী ভূমিকা অব্যাহত থাকুক

Icon

একেএম শামসুদ্দিন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাহসী ভূমিকা অব্যাহত থাকুক

যুগান্তরের ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি দেশের সাধারণ মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দীর্ঘ এই পথচলায় ন্যায়ের পক্ষে থেকে সব শ্রেণির মানুষের কথা বলার চেষ্টা করে গেছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে যুগান্তর সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে যুগান্তর আপসহীন।

যেদিন থেকে এ পত্রিকার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, সেদিন থেকেই প্রতিদিন সংবাদ পরিবেশনায় নতুনত্বের ছাপ লক্ষ করছি। পত্রিকাটির প্রতিটি বিভাগকে বেশ যত্নের সঙ্গে সাজানো-গোছানো মনে হয়েছে।

সম্পাদকীয়, ক্রীড়াজগৎ, দশদিগন্ত থেকে শুরু করে দেশের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর সবার প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে বিশ্লেষণমূলক ও সাহসী লেখার মাধ্যমে সম্পাদকীয় বিভাগ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় পত্রিকাটির সাহিত্য পাতা বিশেষ ভূমিকা পালন করে চলেছে বলে মনে হয়েছে।

যুগান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, স্টাফ ও সাংবাদিক তাদের যোগ্যতা, দক্ষতা, দূরদর্শিতা, নিরপেক্ষ ও পরিছন্ন কার্যক্রম ও লেখনীর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুগান্তর তার ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা করি। দিনে দিনে এ পত্রিকার শ্রীবৃদ্ধি ঘটুক, সে কামনাই করি।

একেএম শামসুদ্দিন : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম