Logo
Logo
×

উপসম্পাদকীয়

সত্যের সন্ধানে নির্ভীক থাকুক

Icon

মুঈদ রহমান

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সত্যের সন্ধানে নির্ভীক থাকুক

অত্যন্ত আনন্দের কথা যে, যুগান্তর ২৪ বছরে পা রেখেছে। প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব পরিচয় সৃষ্টি করতে হয়।

একটি সংবাদমাধ্যমের স্বকীয়তা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত সততা, সত্য প্রকাশের নির্ভীক ও নির্লোভ প্রয়াস-প্রচেষ্টা, সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক দায়বদ্ধতা তাকে একটি প্রকৃত পরিচয়ে পরিচিত করে তোলে।

একথা ঠিক যে, বাস্তবতা অনেক সময়ই সেই পরিচয় নির্মাণে অন্তরায় হয়ে দেখা দেয়। সেই অযাচিত ও অপ্রত্যাশিত বাধাবিপত্তি অনেক সংবাদপত্রই মোকাবিলা করে এগিয়ে যেতে পারে না। বস্তুগত প্রাপ্তি যোগ অনেক ক্ষেত্রেই সত্যপ্রকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়।

বলতে দ্বিধা নেই, এই দীর্ঘ পথচলায় যুগান্তর তার প্রকৃত পরিচয় থেকে কখনো বিচ্যুত হয়নি। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে এবং তা জনমানসে প্রসারিত করে যুগান্তর অব্যাহত রেখেছে তার পথচলা। অর্জন করেছে প্রতিকূলতা অতিক্রম করার সক্ষমতা।

সব সংবাদই পরিবেশন বা প্রচারযোগ্য নয়। যে সংবাদে সমাজের প্রাকৃতিক ও অকৃত্রিম বন্ধনকে ছিন্ন করার প্রয়াস থাকে, যে সংবাদে সাংস্কৃতিক পরিবেশকে বিনষ্ট করার উপাদান থাকে, যে সংবাদে রাজনৈতিক বিচ্ছিন্নতার উসকানি থাকে, যে সংবাদে ধর্মীয় উন্মাদনার ইঙ্গিত থাকে-সেসব সংবাদে কিঞ্চিৎ সত্যতা থাকলেও তা প্রচার ও প্রকাশযোগ্য নয়।

কিন্তু ভালো-মন্দ, উচিত-অনুচিত সঠিকভাবে বিচার করার সামর্থ্য অনেক সংবাদমাধ্যমেরই থাকে না। তা সঠিকভাবে নিরূপণ করার জন্য প্রয়োজন বিচারবুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা, দূরদর্শিতা ও ভবিষ্যৎ ফলাফল নির্ণয় করার ক্ষমতা। সেসব বিবেচনায় যুগান্তর গত দুই যুগে যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখতে পেরেছে সন্দেহ নেই। এই কৃতিত্ব সংশ্লিষ্ট সবার।

যুগান্তরের ২৪ বছরে পদার্পণের এ সময়ে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এবং সব পাঠককে অভিনন্দন জানাচ্ছি।

মুঈদ রহমান : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম