Logo
Logo
×

উপসম্পাদকীয়

বিশিষ্টজনদের শুভেচ্ছা বার্তা

লক্ষ্যে অবিচল থাকুক

Icon

ড. শিরীণ আখতার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লক্ষ্যে অবিচল থাকুক

প্রতিষ্ঠার ২৩ বছর পূর্ণ করে দুই যুগে পদার্পণ করেছে দেশের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর। দীর্ঘ সময় ধরে পত্রিকাটির সঙ্গে যারা এর উৎকর্ষ সাধনে কাজ করে গেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠার পর থেকেই এই পত্রিকাটি জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। সর্বস্তরের পাঠক যেভাবে পত্রিকাটিকে আপন করে নিয়েছেন তা সত্যিই গর্বের ও প্রশংসার। এ কারণেই নানা প্রতিকূলতার মধ্য দিয়েও পত্রিকাটি সমহিমায় উজ্জ্বল।

আমার প্রত্যাশা থাকবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে নির্ভীকতার সঙ্গে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে যাবে যুগান্তর। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রথম সারির একটি জাতীয় সংবাদমাধ্যম হিসাবে পত্রিকাটির যে ভূমিকা রাখার সুযোগ রয়েছে, তা অক্ষুণ্ন রেখে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জাতির সার্বিক কল্যাণের সারথি হবে। পত্রিকাটি তার লক্ষ্যে অবিচল থেকে আরও অনেক দূর এগিয়ে যাবে-আমি এই কামনা করি।

অধ্যাপক ড. শিরীণ আখতার : উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম