Logo
Logo
×

উপসম্পাদকীয়

সম্মুখ অভিযাত্রায় এগিয়ে যাবে

Icon

ড. মাহমুদ হোসেন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্মুখ অভিযাত্রায় এগিয়ে যাবে

যুগান্তরের দুই যুগে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে পত্রিকার সম্পাদক, কর্মরত সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গণমাধ্যম হিসাবে আমাদের দেশে এখন বহুসংখ্যক পত্রিকার পাশাপাশি ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া রয়েছে। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমও বড় ধরনের যোগাযোগ প্ল্যাটফরম হিসাবে আবির্ভূত হয়েছে।

পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় সমাজের চাহিদারও পরিবর্তন হচ্ছে। প্রতিদিন পত্রিকা পড়ার আমাদের যে অভ্যাস ছিল, সেখানেও বদল আসছে। সময়ের সঙ্গে সংগতি রেখে যুগান্তর তার অনলাইন প্রকাশনা জোরদার করেছে। এটা সময়োপযোগী পদক্ষেপ। লক্ষ্যে অটল থেকে যুগান্তরের নিরবচ্ছিন্ন প্রকাশনা নিঃসন্দেহে বড় অর্জন। নানা চ্যালেঞ্জ অতিক্রম করে যুগান্তর পাঠকসমাজকে ধরে রাখতে সক্ষম হয়েছে।

পত্রিকাটি চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশের অভিলক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনা তুলে ধরে সহায়ক ভূমিকা রাখবে-এ প্রত্যাশা করি। ‘সংবাদপত্র সমাজের দর্পণ’-এই আপ্তবাক্যের অন্তর্নিহিত উপলব্ধিতে যুগান্তর সম্মুখ অভিযাত্রায় এগিয়ে যাবে-এমনটাই আশা দুই যুগ পূর্তির মাইলফলকে দাঁড়িয়ে।

অধ্যাপক ড. মাহমুদ হোসেন : উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়

যুগান্তর অভিযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম