Logo
Logo
×

উপসম্পাদকীয়

জয়যাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক

Icon

ড. মুহাম্মদ সামাদ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জয়যাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক

দুই যুগে পদার্পণ করেছে বহুল প্রচারিত ও জননন্দিত জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও উদার গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে যুগান্তর এতগুলো বছর সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে-আমাদের জন্যে এ এক আনন্দ সংবাদ।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাসে নিঃসন্দেহে এটি এক নতুন মাইলফলক। দেশের অন্যতম শীর্ষ ও পাঠকপ্রিয় পত্রিকা যুগান্তরের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক-শুভানুধ্যায়ীসহ বৃহত্তর যুগান্তর পরিবারের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।

‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগান সামনে রেখে ২০০০ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে যুগান্তর। প্রতিষ্ঠাকাল থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মতপ্রকাশের অবারিত সুযোগ করে দিয়ে এবং সমৃদ্ধ, স্বনির্ভর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পত্রিকাটি দেশের অগ্রগণ্য গণমাধ্যম হিসাবে গ্রহণীয় হয়েছে। এ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনগুলো বেশ আগ্রহ ও আলোড়ন তৈরি করে। ফলে গণমাধ্যমটির সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়টি যোগ করেছে এক নতুন মাত্রা।

জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সমাজ, পরিবেশসহ জীবনের সব ক্ষেত্রেই সত্য সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ও প্রবন্ধ-নিবন্ধ পরিবেশনে যুগান্তরের অভিনবত্ব অনন্য। পত্রিকাটির মূল্যবান সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় ইতোমধ্যে জনমনে বিশেষ জায়গা করে নিয়েছে। পত্রিকাটির ‘সাহিত্য সাময়িকী’ কেবল খ্যাতিমান লেখক-কবি-সাহিত্যিকদের গল্প-প্রবন্ধ-কবিতাই প্রকাশ করে না, দেশের সব অঞ্চলের প্রতিভাবান নবীন কবি-লেখকদেরও জায়গা করে দেয়।

এ পত্রিকার মফস্বল পাতা বেশ সমৃদ্ধ। এসব পাতার প্রতিবেদনগুলো পড়ে সারা দেশের চলমান ঘটনাগুলোর একটি পরিপূর্ণ চিত্র খুঁজে পাওয়া যায়। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুগান্তর বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। আশা করব, অতীতের মতো আগামী দিনগুলোতেও আমাদের প্রিয় পত্রিকাটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শ তুলে ধরবে। সত্য, সুন্দর ও কল্যাণের পথে নিরপেক্ষতা বজায় রেখে আগামী দিনগুলোতেও স্বমহিমায় উজ্জ্বল থাকবে। যুগান্তরের জয়যাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক-এই প্রত্যাশা রইল।

ড. মুহাম্মদ সামাদ : প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়; সভাপতি, জাতীয় কবিতা পরিষদ

দৈনিক যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম