Logo
Logo
×

উপসম্পাদকীয়

দেশের অগ্রগতির জন্য কাজ করবে

Icon

আবদুল হক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের অগ্রগতির জন্য কাজ করবে

যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আমি আনন্দ অনুভব করছি। এ উপলক্ষ্যে পত্রিকাটির সঙ্গে জড়িত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিক হিসাবে যুগান্তরের কাছে প্রত্যাশা সবসময়েই বেশি। দীর্ঘ ২৩ বছর পত্রিকাটি যে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে এসেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

সংবাদমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে । সেই জায়গা থেকে যুগান্তরের সঙ্গে সংশ্লিষ্টরা নিবেদিতপ্রাণ হয়ে দেশের অগ্রগতির জন্য কাজ করবেন বলে আশা করছি। এছাড়া সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অধ্যাপক আবদুল হক : সভাপতি (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

অগ্রগতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম