Logo
Logo
×

উপসম্পাদকীয়

গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে

Icon

ড. ফরিদ আহমদ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে

দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে যুগান্তরকে অভিনন্দন। আমি যুগান্তরের প্রকাশক, সম্পাদক ও কর্মরত সব সাংবাদিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা দীর্ঘ দুই দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে কাগজটিকে একটি সম্মানজনক অবস্থানে এনেছেন। তাদের মেধা ও মনন সমাজে স্বীকৃত। দীর্ঘ এ পথপরিক্রমায় যুগান্তর যেসব সংবাদ ও বাস্তবচিত্র তুলে ধরেছে, সেটি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বলে আমি মনে করি।

প্রতিষ্ঠার পর থেকেই যুগান্তর দেশ ও জনগণের পক্ষে যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলেছে সাফল্যের সঙ্গে। সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অপরাধ দমনে এবং অপরাধীদের মুখোশ উন্মোচনে সাহসী ভূমিকা রাখছে যুগান্তর। পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনুসন্ধানী প্রতিবেদনগুলো প্রশংসা পাওয়ার জোর দাবি রাখে।

দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের সঠিক ও নির্ভুল খবর প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর আরও বহু দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

অধ্যাপক ড. ফরিদ আহমদ : সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম