Logo
Logo
×

উপসম্পাদকীয়

যুগ-যুগান্তর ধরে চলুক এ জয়রথ

Icon

ড. ফেরদৌস জামান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগ-যুগান্তর ধরে চলুক এ জয়রথ

বহুল প্রচারিত, পাঠকপ্রিয় ও জননন্দিত জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সংবাদপত্র জগতে নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের বিষয়; একটি মাইলফলক। এই শুভলগ্নে যুগান্তর পরিবারের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগান নিয়ে একুশ শতকের সূচনালগ্নে ভাষার মাসের প্রথম দিন যাত্রা শুরু করে যুগান্তর। বহু আনন্দ-বেদনা, ইতিহাস-পরিক্রমা, ঘটনাপ্রবাহের সাক্ষী হয়ে দুই যুগে পদার্পণ করতে যাচ্ছে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকাটি। আমার পর্যবেক্ষণ হলো, প্রতিষ্ঠার পর থেকেই যুগান্তর পক্ষপাতিত্ব না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। গণমাধ্যমটির সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়টি ভিন্নমাত্রা যোগ করেছে।

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে যুগান্তর দুঃসাহসী সাংবাদিকতার প্রতিচ্ছবি। দুর্নীতি, অনিয়মসহ সমাজের নানা অসংগতির বিরুদ্ধে যুগান্তরের শক্ত অবস্থান পাঠকমহলে সর্বদা সমাদৃত হয়েছে। অপরাধীদের মুখোশ উন্মোচনে এ পত্রিকার জুড়ি মেলা ভার। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার জন্য খবরের কাগজটি ইতোমধ্যে সর্বস্তরের পাঠকের মন জয় করেছে, দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ এ খবরের কাগজটির বিশেষ একটি দিক হলো, এটি ছবির তুলনায় সংবাদ প্রকাশকে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। আর দশটি পত্রিকার তুলনায় যুগান্তরে তুলনামূলক বেশি খবর প্রকাশিত হয়। শুধু নগর-মহানগর নয়, প্রান্তিক জনগোষ্ঠীর খবরও পত্রিকাটি প্রকাশ করে গুরুত্বের সঙ্গে। এসব কারণে দেশজুড়েই এ পত্রিকা বেশ পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জাতি গঠনে বলিষ্ঠ মতপ্রকাশ করে আসছে যুগান্তর। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর পাঠকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ, দেশ ও জাতির উন্নয়ন, ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুগান্তর যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে।

আমার প্রত্যাশা, যুগান্তর অতীতের মতো আগামী দিনগুলোতেও দেশের কল্যাণে পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে। সত্য, সুন্দর ও কল্যাণের পথে যুগান্তরের অভিযাত্রা

যুগ যুগ ধরে অব্যাহত থাকুক। আমি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

ড. ফেরদৌস জামান : সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন; সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিল

 

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম