Logo
Logo
×

উপসম্পাদকীয়

দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকুক

Icon

এ কে আজাদ চৌধুরী

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকুক

একটি পত্রিকার মূল শক্তি পাঠকপ্রিয়তা। কোনো পত্রিকা তখনই জনপ্রিয় হয়, যখন এর সংবাদ পরিবেশনে কোনোরকম পক্ষপাতিত্ব না থাকে। যুগান্তরের এ গুণটি রয়েছে বলেই এর পাঠকপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে। আশা করব, এ পত্রিকার সাংবাদিকরা সব সময় পেশাদারির পরিচয় দেবেন। অগ্রসর পাঠক খবরের পেছনের খবরও জানতে চান। আমার মনে হয়, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি এর ফলোআপ প্রকাশেও গুরুত্ব বাড়ানো দরকার। দেশের খবরের পাশাপাশি বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ খবরও প্রকাশ করে যুগান্তর। যেহেতু পত্রিকাকে সমাজের দর্পণ বলা হয়, সেহেতু খবরের পাশাপাশি বিশ্লেষণমূলক লেখায়ও গুরুত্ব অব্যাহত রাখা জরুরি।

কেবল বাইরের উন্নয়ন নয়, মানুষ যাতে উন্নত নৈতিকতা ও মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ হয়, তেমন বিশ্লেষণমূলক লেখা প্রকাশও অব্যাহত রাখা দরকার। লক্ষ করেছি, এমন লেখা এ পত্রিকায় সব সময়ই গুরুত্ব পেয়ে থাকে। দায়িত্বশীল সাংবাদিকতায় যুগান্তর অতীতের মতোই ভূমিকা পালন করবে, এটা আমার প্রতাশা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে জ্ঞানের চর্চায় অবহেলার কোনো সুযোগ নেই। প্রকাশনার শুরু থেকেই যুগান্তর সংবাদ প্রকাশ ও বিশ্লষণধর্মী লেখার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমকিা পালন করে আসছে। এ ধারা অব্যাহত থাকলে পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে বলেই আমার বিশ্বাস। এ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই।

অধ্যাপক এ কে আজাদ চৌধুরী : শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

দায়িত্বশীল সাংবাদিকতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম