Logo
Logo
×

উপসম্পাদকীয়

পাঠক নানাভাবে উপকৃত হচ্ছেন

Icon

আ আ ম স আরেফিন সিদ্দিক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঠক নানাভাবে উপকৃত হচ্ছেন

২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে যুগান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে পত্রিকাটি অনেক আগেই পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত।

যে কোনো গণমাধ্যমের জন্য দীর্ঘ সময় জনপ্রিয়তা ধরে রাখার কাজটি সহজ নয়। এ কঠিন কাজটি যুগান্তর ধরে রাখতে সক্ষম হয়েছে। একটি পত্রিকার জন্য ২৪ বছর কম সময় নয়। তারপরও বলব, পাঠকের চাহিদার শেষ নেই। এক্ষেত্রে কাজের ধারাবাহিকতায় যুগান্তরের সঙ্গে সম্পৃক্ত কর্মীরা আরও পরিপক্বতা অর্জন করবেন এবং অগ্রসর পাঠকের চাহিদা পূরণেও তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরও আমরা যুগান্তরের পাতায় খুঁজে পাই। পৃথিবীতে প্রতিদিন ঘটে যাওয়া সব খবর একটি সংবাদপত্রে স্থান দেওয়া সম্ভব হয় না। বাংলাদেশের পাঠকের জন্য যেসব সংবাদ গুরুত্বপূর্ণ, সেগুলো যুগান্তরে দেখতে পাই। করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষের চলাচল কখনো সীমিত, কখনো অতিমাত্রায় সীমিত হয়ে পড়েছিল। ওই কঠিন সময়ে যুগান্তরের সাংবাদিকরা সারা দেশের সর্বশেষ খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। করোনাভাইরাসের সংক্রমণ থেকে কীভাবে নিজেকে সুরক্ষা করতে হবে, এ ভাইরাসে সংক্রমিত হলে করণীয় কী-এ বিষয়ক সম্ভাব্য যত ধরনের প্রশ্ন থাকতে পারে, তা সামনে রেখে যুগান্তর ধারাবাহিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রকাশ করে পাঠকদের যে উপকার করেছে, পাঠক তা দীর্ঘদিন মনে রাখবেন বলেই আমার বিশ্বাস।

পাঠকের তথ্যচাহিদা পূরণে পত্রিকাটি এতদিন যে ধরনের ভূমিকা রেখেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সে ভূমিকা অব্যাহত রাখলে তা দেশের উন্নয়নের পাশাপাশি মানুষকে উন্নত নৈতিকতা ও উচ্চ মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।

আ আ ম স আরেফিন সিদ্দিক : শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

পাঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম