ভারতে ৩১ মুখ্যমন্ত্রীর ১১ জনই দাগি অপরাধী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রের বিরুদ্ধে ২২টি ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই এর বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১১ জনই দাগি অপরাধী। দেশটির ৩৫ শতাংশ মুখ্যমন্ত্রীর নামের পাশে ঝুলছে ফৌজদারি মামলা। মহারাষ্ট্র, কেরালা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, জম্মু-কাশ্মীর ও বিহারের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে এসব মামলা রয়েছে।
সোমবার প্রকাশিত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সমীক্ষা বলছে, ভারতের ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু। তিনি তেলেগু দেশম পার্টির নেতা।
কম সম্পদশালী মুখ্যমন্ত্রী হলেন ত্রিপুরার বামদলীয় নেতা মানিক সরকার। গরিবতম মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচনের আগে মনোনয়নপত্রের সঙ্গে দেয়া মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা ও অন্যান্য বিবরণ পর্যালোচনা করে এ সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে এডিআর।
ভারতের বিভিন্ন প্রদেশে মোট ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ৮ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধ মামলা। রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, প্রতারণা ও অসৎভাবে সম্পদ দখলের মতো অভিযোগ। বাকি ৩ জনের বিরুদ্ধে রয়েছে ছোটখাটো মামলা।
সবচেয়ে বেশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে রয়েছে ২২টি মামলা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা।
