Logo
Logo
×

দশ দিগন্ত

আইএস যুক্তরাষ্ট্রের তৈরি: রাশিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আইএস যুক্তরাষ্ট্রের তৈরি: রাশিয়া

বাগদাদি ও আইএস সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যু নিয়ে শুক্রবার এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএস ও বাগদাদি যুক্তরাষ্ট্রেরই সৃষ্টি। শীর্ষ সন্ত্রাসী বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকে তাহলে বলতে হবে যুক্তরাষ্ট্র নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইএসের নতুন প্রধানের ব্যাপারে তথ্য ভালো করেই জানে যুক্তরাষ্ট্র। এর আগে রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার ইদলিব প্রদেশে গভীর রাতে এক অভিযানে আইএস খলিফা বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

 

রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম