Logo
Logo
×

দশ দিগন্ত

পরিবেশের ১২টা বাজাচ্ছে ফ্যাশন

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীটা যেন একখণ্ড কাপড়। মেশিনে সেই কাপড়টিকে সেলাই করে চলেছে মানুষ (ওপরে)। ধোয়ার পর পৃথিবীজুড়ে টানানো তারে একটার পর একটা কাপড় নেড়ে শুকোচ্ছেন নারীরা (নিচে)। জলবায়ু ও পরিবেশের ওপর ফ্যাশন ও পোশাকশিল্পের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার প্রতীকী কিন্তু গভীর অর্থপূর্ণ ছবি দুটো প্রকাশ করেছে বিবিসি। কাপড়- মানুষের সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি। কিন্তু বর্তমানে প্রয়োজন ছাড়াও পোশাক কিনতে দেখা যায় অনেককেই। নিত্য-নতুন ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গাদাগাদা কাপড় কেনে। কয়েকবার পরার পরেই তা ফেলে দেয়। কারও কারও আবার শুধুমাত্র ওয়্যারড্রোবে পোশাকের বৈচিত্র্য আনার জন্যই কাপড় কেনার অভ্যাস। মানুষের এই অতিরিক্ত ফ্যাশনের ধকলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে পৃথিবী ও এর পরিবেশ। ফ্যাশনে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে ভয়াবহ মাত্রায়। সৃষ্টি করছে মাত্রাতিরিক্ত বর্জ্য। দূষিত হচ্ছে পানি, বায়ু, মাটি ও প্রাণ-প্রকৃতি। মানুষের বাসযোগ্য একমাত্র গ্রহ এ ধরিত্রীকে বাঁচাতে তাই টেকসই ও পরিবেশবান্ধব ফ্যাশনের বিকল্প নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম