Logo
Logo
×

দশ দিগন্ত

অ্যাপলের সব স্টোর বন্ধ ঘরেই কাজের পরামর্শ ইউনিলিভারের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে ইতালিতে নিজেদের সব স্টোর বন্ধ ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কর্মীদের সুরক্ষায় আগামী দুই সপ্তাহ ধরে অ্যাপল পণ্য বিপণনের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে করোনার প্রকোপ কমে আসায় দেশটির সব স্টোর ফের খুলে দিয়েছে কোম্পানিটি। শুক্রবার এক বিবৃতিতে এ ব্যাপারে ঘোষণা দেয়া হয়। একটু ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বহুজাতিক ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। করোনা প্রতিরোধে কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার প্রতিষ্ঠানটির তরফ থেকে বিভিন্ন দেশে তাদের বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মীদের এই পরামর্শ দেয়া হয়। করোনার বাড়বাড়ন্তের মধ্যে গত মাসে চীনের স্টোরগুলো বন্ধ করে দেয় অ্যাপল। বন্ধ করে দেয়া হয় মোট ৪২টি স্টোর। গত সপ্তাহ থেকে সেগুলো খুলতে শুরু করে। এর মধ্যে ৩৮টি প্রাথমিক খুলে দেয়া হয়। আর শুক্রবার অবশিষ্ট চারটি খুলে দেয়ার মাধ্যমে চীনে অ্যাপল তার পূর্ণ কার্যক্রমে ফেরে। অন্যদিকে ভাইরাসের কবলে পড়ে চলতি সপ্তাহের প্রথমে ইতালিতে ১৭টি স্টোরই বন্ধ করে দিয়েছে অ্যাপল।

শুধু অ্যাপল নয়, করোনাভাইরাস দ্রুত বিস্তার লাভ করায় সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে বিভিন্ন ফুড চেইনশপ তাদের আউটলেট সাময়িক বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাক। ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন জোপ বলেছেন, এটা নজিরবিহীন সময়। বিশ্বজুড়ে দ্রুতগতিতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এর পরেই বিশ্বের প্রায় ১৪৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর আগে আলফাবেট, অ্যামাজন, ফেসবুক, টুইটার ও মাইক্রোসফট তাদের প্রতিষ্ঠানের কর্মীদের অফিসে না এসে বাড়িতে বসেই কাজের নির্দেশ দিয়েছে। ওই একই পথে হাঁটল ইউনিলিভার। তারাও নিজেদের কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লন্ডন অফিসে একজন কর্মীর শরীরে কভিড-১৯ শনাক্ত হওয়ার পর অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার নাগাদ লন্ডন অফিসের সব কর্মকর্তাকে বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ফেসবুকের একজন মুখপাত্র এ তথ্য জানান। এর আগে ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে কর্মরত এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার অফিস বন্ধ করে দেয় ফেসবুক। ফেসবুকের অভ্যন্তরীণ সূত্র বলছে, কর্মীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সামাজিক পরিদর্শনে আসা সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে ৩৫টি দেশে ফেসবুকের কার্যালয় রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম