আয়লান কুর্দি হত্যায় তিন জনকে ১২৫ বছরের কারাদণ্ড
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিরিয়া যুদ্ধ ও উদ্বাস্তু সংকটের প্রতীক হয়ে ওঠা তিন বছরের শরণার্থী শিশু আয়লান কুর্দি হত্যাকাণ্ডে তিন মানবপাচারকারীকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন তুরস্কের একটি আদালত। তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিত হত্যার ঘটনায় দায়ী করা হয়েছে। রায়ে তাদেরকে ১২৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে একটু ভালো জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে চেয়েছিল শিশু আয়লান কুর্দির পরিবার। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে ডুবে যায় নৌকাটি। তিন বছরের আয়লান কুর্দিসহ আরও পাঁচজনের প্রাণহানি হয়। তুরস্কের মুগলা প্রদেশের বোদরুমে সাগরের পাড়ে ভেসে আসা আয়লান কুর্দির নিথর দেহ পুরো বিশ্বকে হতবাক করে দেয়। ওই ঘটনার প্রায় সাড়ে চার বছর পর গত সপ্তাহে মানবপাচারে অভিযুক্ত তিনজনকে আটক করে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আডানা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। আনাদোলুর খবরে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত হত্যার দায়ে শুক্রবার তাদের দণ্ড ঘোষণা করেছে বোদরুম হাই ক্রিমিনাল কোর্ট। মানবপাচারের ওই ঘটনায় বেশ কয়েকজন সিরীয় ও তুর্কি নাগরিককে আগেও সাজা দেয়া হয়েছে। সম্প্রতি কারাদণ্ড পাওয়া তিন ব্যক্তি ঘটনার পর থেকেই পালিয়ে ছিল।
