ছোট খবর
কাশ্মীরে গোলাগুলি মেজর-কর্নেলসহ নিহত ৫
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে শুরু হয়ে গোলাগুলি চলে রোববার ভোররাত পর্যন্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মোট চারজন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন।
সেনা বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।
