রাস্তা-পার্কে ঘুরে ঘুরে গৃহহীনদের সেবা দিচ্ছেন ডাক্তাররা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে বেলারুশের রাস্তা-পার্কে ঘুরে ঘুরে গৃহহীনদের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তাররা। গত দেড় বছর ধরে রাজধানী মিনস্কে গৃহহীনদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছেন মেডিকেল শিক্ষার্থী কারিনা রাডচেনকো। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তিনি তার সেবার হার বাড়িয়েছেন। মহামারীর আগেও সাবেক সোভিয়েত দেশটির বহু মানুষ ওষুধ কিনতে বা চিকিৎসকের কাছে যেতে পারত না বলে জানিয়েছেন রাডচেনকো। গৃহহীন ও দরিদ্রদের চিকিৎসার জন্য দেশের প্রথম স্বেচ্ছাসেবক প্রকল্প ‘স্ট্রিট মেডিসিন’ প্রতিষ্ঠা করেন ২৮ বছর বয়সী এ তরুণী। তিনি এএফপিকে বলেন, তারা এখন গৃহহীনদের সাহায্যের জন্য রাস্তা ও পার্কগুলো ঘোরেন। কারণ এসব জায়গায় ছাড়া তাদের পাওয়া যায় না।’ সম্প্রতি এক বিকালে রাডচেনকো একটি ছোট পার্কে বেশ কয়েকজন সহকর্মীর সহায়তায় তার রোগীদের জন্য নন-প্রেসক্রিপশন ওষুধ বিতরণ করেছেন। তিনি ও তার সহকারীরা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সুরক্ষা পোশাক এবং গ্লাভস পরেছিলেন। একজন প্রবীণ মহিলা রক্তচাপ পরীক্ষার জন্য এসেছিলেন। অপর প্রবীণ মহিলা সার্জিক্যাল মাস্ক নিয়েছিলেন। ৩০ বছরের এক সাবেক আসামি তার তাপমাত্রা পরিমাপ করছিলেন। আমেরিকা-ভিত্তিক স্ট্রিট মেডিসিন ইন্সটিটিউটের প্রকল্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ২০১৮ সালের শেষ দিকে রাডচেনকো এ কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে এ নারীর মিশন বৃদ্ধি পেয়েছে। এখন তার দলে প্রায় সাতজন ডাক্তারসহ ২৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে তারা দুই শতাধিক রোগীর সেবা দিয়েছে। ৯০ লাখ জনসংখ্যার দেশ বেলারুশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭০০ জনের বেশি। মারা গেছেন মাত্র ৯ জন। লকডাউন না দিয়েই করোনা নিয়ন্ত্রণে রাখা দেশগুলোর অন্যতম বেলারুশ। দেশটির স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো এ ছোঁয়াছে রোগকে ‘মানসিক রোগ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন।
