Logo
Logo
×

দশ দিগন্ত

ইরানে মাস্ক পরা বাধ্যতামূলক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইরানে মাস্ক পরা বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

পরের সপ্তাহ থেকে নির্দিষ্ট এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক হবে বলে রোববার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে- এমন প্রদেশগুলোয় আবারও কড়াকড়ি আরোপের ব্যাপারে সবুজসংকেত দিলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে পুরোপুরি লকডাউন ঘোষণা করেনি ইসলামী প্রজাতন্ত্রের দেশটি।

তাছাড়া অধিকাংশ এলাকায় মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম পরাও ছিল ঐচ্ছিক। দেশের অ্যান্টিভাইরাস টাস্কফোর্সের সভা চলার সময় টেলিভিশনে রুহানি বলেছেন, মাস্ক পরা বাধ্যতামূলক হবে বদ্ধ জায়গায়, যেখানে জনসমাগম আছে।

আগামী সপ্তাহ থেকে ২২ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে এবং প্রয়োজনে বাড়ানো হবে বললেন ইরানি প্রেসিডেন্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম