Logo
Logo
×

দশ দিগন্ত

অগ্ন্যুৎপাতের ‘অ্যালার্ট সিস্টেম’ আবিষ্কার নিউজিল্যান্ডের

Icon

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ‘অ্যালার্ট সিস্টেম’ আবিষ্কার করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের দাবি, গত ডিসেম্বরে হোয়াইট আইল্যান্ডে ঘটে যাওয়া বিপর্যয়ের আগে এটি চালু হলে সতর্ক করা যেত। গত বছর আকস্মিকভাবেই অগ্ন্যুৎপাত শুরু হয় দেশের সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরিতে। এতে ২১ জনের প্রাণহানি ঘটে। নতুন অ্যালার্ট সিস্টেম কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে রিয়াল-টাইম ডেটা বিশ্লেষণ করে অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দেবে। গত সপ্তাহে গবেষণাটি নেচার সাময়িকীকে প্রকাশিত হয়। গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শেন ক্রোনিন জানান, দ্বীপে থাকা মানুষজনকে সতর্ক করতে বর্তমান পদ্ধতিটা খুব ধীরগতিতে কাজ করে। গত ৯ বছর ধরে হোয়াইট আইল্যান্ড থেকে তথ্য সংগ্রহ করে এসেছে নতুন অ্যালার্ট সিস্টেম। ওই তথ্যগুলোর ধরন থেকে তারা এমন ইঙ্গিত পান যে, একটি অগ্ন্যুৎপাত আসন্ন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম