সুখী দাম্পত্যের গোপন মন্ত্র শোনালেন বাইডেন দম্পতি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল দম্পতি ৪৩ বছর ধরে একত্রে থাকছেন। তারা উপভোগ করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত।
ভালোবাসা দিবসের ঠিক আগের দিনে বিশ্ববাসীকে নিজেদের একসঙ্গে সুখী থাকার গোপন মন্ত্র জানালেন তারা। কীভাবে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন? কেমন ছিল তাদের বৈবাহিক জীবন?
পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন। বাইডেন বলেন, ‘জিলকে দেখার কিছু সময় পরেই ঠিক করে ফেলেছিলাম, ওকে বিয়ে করব। সবাই বলে, বিয়ে হচ্ছে একটা ফিফটি-ফিফটি ব্যাপার। কিন্তু তা সত্য নয়।
কখনো কখনো এটি সেভেন্টি-থার্টিও। প্রত্যুত্তরে জিল বাইডেন বলেন, ‘আমরা একসঙ্গে যে সময় পার করে এসেছি, তাকে এক কথায় বলা যায়, কখনো কখনো তুমি ভাঙা জায়গাগুলোতেই বেশি শক্তিশালী হয়ে ওঠো।’
