মিয়ানমারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল
এএফপি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজপথে দলে দলে এগিয়ে আসছে সশস্ত্র সেনা। পেছনেই সারি সারি সাঁজোয়া যান। মিয়ানমারের রাজধানী শহর নেপিদোর কেন্দ্রে সোমবার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। কারফিউ ভেঙে সকাল থেকেই নেপিদো ও ইয়াঙ্গুনের রাস্তায় ছোট ছোট দলে জড়ো হতে শুরু করে। বিক্ষোভ-ধর্মঘট মোকাবিলায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিয়ানমারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল
রাজপথে দলে দলে এগিয়ে আসছে সশস্ত্র সেনা। পেছনেই সারি সারি সাঁজোয়া যান। মিয়ানমারের রাজধানী শহর নেপিদোর কেন্দ্রে সোমবার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। কারফিউ ভেঙে সকাল থেকেই নেপিদো ও ইয়াঙ্গুনের রাস্তায় ছোট ছোট দলে জড়ো হতে শুরু করে। বিক্ষোভ-ধর্মঘট মোকাবিলায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।