মিয়ানমারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল
এএফপি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজপথে দলে দলে এগিয়ে আসছে সশস্ত্র সেনা। পেছনেই সারি সারি সাঁজোয়া যান। মিয়ানমারের রাজধানী শহর নেপিদোর কেন্দ্রে সোমবার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় অবস্থান নিয়েছে সেনাদল। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। কারফিউ ভেঙে সকাল থেকেই নেপিদো ও ইয়াঙ্গুনের রাস্তায় ছোট ছোট দলে জড়ো হতে শুরু করে। বিক্ষোভ-ধর্মঘট মোকাবিলায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
